বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা সাংবাদিক ফোরামের নতুন কমিটি শনিবার (১১ নভেম্বর) শাকতলা সুপ্রিম হেলথ কেয়ার অডিটরিয়ামে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যদিয়ে ঘোষণা করা হয়।আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট মোঃ শামসুল আলম মজুমদার মোহন।
বিশেষ অতিথি ছিলেন, রফিকুল ইসলাম সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন সিনিয়র সহঃ সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব, মোহাম্মদ জসিম উদ্দিন কনক সম্পাদক দৈনিক কুমিল্লার আলো, সদস্য কুমিল্লা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকগণ অনেকেই বক্তব্য পেশ করেন। বক্তব্যে সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার উপর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
রফিকুল ইসলাম বলেন, প্রতি মাসে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জরুরী।প্রধান অতিথি বলেন, গঠনতন্ত্রমূলক ভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য তিনি বিশেষভাবে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে রফিকুল ইসলাম, নব কমিটির ১১ জন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
কুমিল্লা সাংবাদিক ফোরামের পুনরায় সভাপতি নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ কন্ঠের ব্যুরো চীফ আলমগীর হোসেন আলম ও আহসান হাবিব সাধারণ সম্পাদক, সিনিয়র সহঃ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন কনক, সহঃ সভাপতি কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক , কোষাধক্ষ আরাফাত উল্লাহ (পিনকন) অনন্য সর্ব সদস্যদের নামের তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উপজেলা সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও সার্বিক কর্মকান্ড সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।