সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ডিমলায় অসহায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ মহাসড়কে চাঁদাবাজি দায়ে আটক ১১ “নো হেলমেট, নো ফুয়েল” বাস্তবায়নে মাঠে নীলফামারী জেলা পুলিশ শাহ গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট ফুলবাড়ীতে যাত্রা শুরু করলো ক্লিন মসজিদ টিম ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুঁকিপূর্ণ বটগাছ, দূর্ঘটনার আশঙ্কা নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ ধুনটে গোসাইবাড়ী বাজারে অবৈধ ঘর উচ্ছেদ অভিযান ডিবি পুলিশের সফল অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার বকশীগঞ্জে পুকুরে ডুবে কিশোর নিহত পাবনায় অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য গ্রেপ্তার নীলফামারীতে বর্গা প্রদানকৃত জমি দখলের অভিযোগ, গ্রেপ্তার-২ বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায়- ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ফুলবাড়ী খাদ্য গুদামে ইরি বোরো ধান ও চাউল সংগ্রহ শুরু প্রার্থীর অভিযোগে রায়পুর উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন জলঢাকায় অগ্নিকান্ড- ঘরসহ নগদ টাকা পুড়ে ছাই জিম্মি জাহাজে দস্যুরা খাবারে তৃপ্তি না পেয়ে দুম্বা নিয়ে আসতো- লক্ষ্মীপুরে ক্যাডেট আইয়ুব নড়াইলে প্রতারণা মামলার আসামি গ্রেফতার ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসনের ২৫২ বছরে পদার্পণ

খারিজ কেস এর বাতিলের জন্য আবেদন

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বরাবর নীলফামারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমি আবু সাঈদ মোঃ ফরহাদ নওরোজ নাহিন এই মর্মে আবেদন করছি যে, উপরোক্ত নামখারিজ কেস এর মালিক, জনাব ফাতেমা আলম পিং- মৃতঃ কছিম উদ্দিন আহম্মেদ সাং-বাবুপাড়া, দেবীগঞ্জ,পঞ্চগড়। তিনি আমার নিকট হতে গত ১৯/০৩/২০১৭ইং তারিখের ২৪৪০ নং কবলায় ০.১০ শতক জমি প্রাপ্ত হন। সে প্রেক্ষিতে ফাতেমা আলম আমাকে গত ১৯/০৩/২০১৭ইং তারিখের ২৪৩৮ নং কবলা মূলে ইটাখোলা মৌজার যথাক্রমে ০.৩৫২৩ শতক জমি হস্তান্তর করেন এবং অন্যান্য মৌজার জমি আছে। উক্ত ২৪৩৮ নং কবলায় যে জমি আমি প্রাপ্ত হই তাহা এখনও পর্যন্ত আমাকে বুঝে দেন নাই।

ফাতেমা আলমকে পারিবারিক এবং মৌখিক ভাবে আমার প্রাপ্ত জমির দখল বুঝে দেওয়ার কথা বলা হলে তিনি আমার কাছ থেকে দখল বুঝে দিবেন মর্মে আপোষ করার জন্য সময় নেন কিন্তু তিনি এখন পর্যন্ত অসৎ উদ্দেশ্যে সময় ক্ষেপন ও তালবাহানা করছেন। ফাতেমা আলম যে জমি আমার কাছে হস্তান্তর করেছেন তা আমাকে বুঝে না দিয়ে ও পারিবারিক আপোষ না করে তিনি অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য গোপনে আপনার কার্যালয়ে খারিজ করার জন্য আবেদন করেন। ফাতেমা আলম এর এহেন কার্যকলাপের জন্য আমি এখন পর্যন্ত ক্ষতির স্বীকার হয়ে আসতেছি। সে জন্য তেনাকে আমার বিক্রিত জমির দখল বুঝে দেই নাই।

একই জমি তিনি ইতিপূর্বে ৩০৬৩/২০১৯-২০ নং খারিজ কেসে খারিজের আবেদন করিলে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি), নীলফামারী সদর মহোদয়কে অভিযোগ করিলে তা বালিত করেন (কপি সংযুক্ত)। ফাতেমা আলম আমার সাথে আপোষ মিমাংশা না করে বার বার আমাকে বিভিন্ন ভাবে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বিভ্রান্ত করছেন। বি,এস ১০৪৯২,১০৪৯৪ দিং নং দাগর ১২৭৪ নং খতিয়ান সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে আদালত নীলফামারীতে গত ২৪-০৭-২০২০ ইং তারিখের ৩২৮/২০২০ ও ২২-০৭-২০২০ ইং তারিখের ৪৬৯/২০২০ নং মোকদ্দমা দায়ের করি। যা বর্তমানে বিচারাধীন আছে।

প্রকাশ করা অবশ্যক যে, আমার নামীয় খারিজ ২৭৪৫ খতিয়ানের বিক্রিত জমি বাদে আমি খারিজ করিয়াছি এবং তেনাকে আমি ১২৭৪ নং খতিয়ান হতে জমি বিক্রয় করেছি। ফাতেমা আলমের অসৎ উদ্দেশ্যে খারিজের বিষয়টি আমি অফিস মারুফাত জানতে পেরে আপনার শরণাপন্ন হইলাম। এমতাবস্থায় উপরোক্ত বিষয়গুলি বিবেচনা অন্তে আমার আবেদন গ্রহণ করে ৩৬৮(IX-I)/২০২৩-২০২৪ নং নামখারিজ টি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের নিকট আকুল আবেদন। অন্যথায় আমি অপূরনীয় ক্ষতির স্বীকার হইব।

অতএব, বিনীত প্রার্থনা এই যে উপরে উল্লেখিত বিষয়গুলি বিবেচনা অন্তে ৩৬৮(IX-I)/২০২৩-২০২৪ নং নাম খারিজ কেস বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য জনাবের সদয় মর্জি হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com