বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারীর জলঢাকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সরকারি কলেজ মোড়স্থ দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নিলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃ সভাপতি ও উপজেলা আহবায়ক শাহজাহান কবির লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, শৈলমারী ইউনিয়ন দলের আহবায়ক মোনাব্বেরুল ইসলাম, নুরহোসেন মাষ্টার, অব্দুল অজিজ, ডাঃ বাবু অহম্মেদ, জলঢাকা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি শাকিল অহম্মেদ, প্রমুখ।
অলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করাসহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।