বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে তৈয়ব ফকিরা এলাকায় বসবাসরত সকলের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৩০ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন ১নং কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ তৈয়ব ফকিরা জামে মসজিদে ১নং কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব রোজার ফজিলত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকাবাসী ও কবরবাসীর জন্য দোয়া এবং উপস্থিত সকলে তৈয়ব ফকিরা এলাকার জামায়াতের সদস্যও যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানান।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, দ্বিতীয় বক্তা জামায়াতে ইসলামী ১নং কল্যাণী ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ ফরহাদ আহম্মেদ, তৃতীয় বক্তা জামায়াতে ইসলামী ১নং কল্যাণী ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাঃ মোঃ নুরুজ্জামান জেহাদী।
আলোচকগন বলেন, প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল করার যে উদ্যোগ সংগঠন ও যুব সমাজের যুবকেরা নিয়েছে সেটা খুব সময় উপযোগী কল্যাণময় নেকীর কাজ। এ ইফতার মাহফিল যাতে প্রতিবছর চলমান থাকে এজন্য আমরা যুবকদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো এবং এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১নং কল্যাণী ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাখার আমীর মোঃ শিরাজুল ইসলাম, দোয়া ও মুনাজাত করেন মা.মো মতলুবুর রহমান, দোয়াও ইফতার মাহফিল পরিচালনা করেন মোঃ শাহা আলম, মোঃ আবু হানিফ মিয়া, মোঃ সুলতান আহমদ, শাহা আলমসহ প্রমুখ।