বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২শে মে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস্ চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি)ও (ভারপ্রাপ্ত)ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌ হ্যাপী বলেন বলেন- স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
সরকার জনগণের সুবিধার্থে অনলাইন সেবা চালু করেছে এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেও ভূমিসেবা গ্রহণ করা সম্ভব