সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে লেপ তোষক বিতরণ করেন আব্দুস সাত্তার।
জানা গেছে- তারাগঞ্জ বাজার সংলগ্ন উত্তর গোয়ালপাড়ার নরেন চন্দ্রর বাড়িতে গত বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই সময় খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ছেলে শ্রী অবিনাশ চন্দ্র রায় ও শ্রী নিতন চন্দ্র রায়ের বাড়িতে, পুড়ে ছাই হয়ে যায় ৪টি শোবার ঘর ১টি রান্নাঘরসহ নগদ অর্থ, স্বর্ণালংকার, হাস, মুরগি, চালসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল।
এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে থাকায় আগুন অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। পরে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আজ শনিবার বিকেল ৩টার সময় সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনটি লেপ, তিনটি তোষক ও ৬টি বালিশ বিতরণ করেন আব্দুস সাত্তার নামের এই সমাজ সেবক।
তিনি বলেন- এই বিপদের সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে, আমি সকল সামাজিক সংগঠন গুলোকে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানান।