মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার “তারাগঞ্জ হাটে” এর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন তিনি।
বণিক সমিতির সদস্য, ছাত্র সমন্বয়ক সদস্যদের সাথে নিয়ে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখতে মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকান মনিটরিং করা হয়।
এ সময় পোল্ট্রি ফার্ম থেকে নির্ধারিত দামে ক্রয় করা ডিমের বাড়তি দাম বসিয়ে ভূয়া ভাউচার বানিয়ে বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এক দোকান মালিককে ৮০০০ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, যারা বাজারে পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সামনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে- তারাগঞ্জ বাজার মনিটরিং- এ দুই দিন আগেও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছিল। বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।