বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস-২০২২ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ার উদ্দিন, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, কোরআন তেলাওয়াত করেন মাওলানা প্রভাষক সাংবাদিক আরিফুর রহমান, গিতাপাঠ করেন তপন কুমার, প্রশিক্ষণার্থী খামারী মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব প্রশিক্ষণ মাঝে ৬ লক্ষ্য ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন।