");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--hd1v84 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--hd1v84 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--hd1v84 .gt_switcher .gt_current{display:none}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--hd1v84 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্ৰীর চর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ঘরের আসবাবপত্র চুরিসহ ঘরবাড়ি ভাংচুর করায় থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাটি ঘটে গতকাল রবিবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় আব্দুস সালামের বসতবাড়ি জমিতে।
সরেজমিনে ও অভিযোগ এবং বাদীর নিকট থেকে জানা যায়- উপজেলার ডিগ্ৰীর চর গ্রামের মৃতঃ মজিবর রহমানের ছেলে আব্দুস সালামের সাথে ফারুক, ফরিদুল ইসলাম ও ফরহাদ হোসেনের দির্ঘদিন যাবৎ ২০ শতক পত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
বেশ কয়েক বার গ্রামে শালিস বৈঠক করে বিষয়টি মিমাংসা করা সম্ভব নয়নী। তাদের মধ্যে সবসময় টানটান উত্তেজনা ভাব বিরাজ করে। বর্তমানে আব্দুস সালাম তার সম্পত্তির উপর ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
হঠাৎ করে ফারুকগণ ৩০/৪০ যোগসাজছে অবৈধ ভাবে আব্দুস সালামের বাড়ীতে প্রবেশ করে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাতে বাধা নিষেধ করায় দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ফারুকণন ক্ষিপ্ত হয়ে লাঠীসোঠা নিয়ে আব্দুস সালামসহ তার পরিবারের উপর হামলা চালায়।
এতে আব্দুস সালামসহ তার পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে দেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে তারা প্রাণ নাসের হুমকি দিয়ে বিবাদী পালিয়ে যায়। আব্দুস সালামের বসতবাড়ির আসবাবপত্র চুরিসহ ঘরবাড়ি ও বাথরুম ভাংচুর করে।
এতে প্রায় তিন লক্ষ্য ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ভুক্তভোগী অভিযোগ দিয়ে থানা থেকে বাড়ীতে যাওয়ার সময় রাতে ডিগ্ৰীরচর গ্রামের লেবুর বাগান নামক স্থানে পাকা রাস্তার উপর ইট ফেলে রাস্তা অবরোধ করে।
বিবাদীগণ মুখ বাঁধা অবস্থায় শাহিনকে মারপিট করে আহত করে এবং তার মোটরসাইকেল ভাংচুর করে প্রয়োজনীয় কাগজপত্র সহ মোবাইল ছিনতাই করার অভিযোগ করেন ভুক্তভোগী সাবানের ছেলে শাহিন আলম । তিনি এখন ধুনট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই বিষয়ে আব্দুস সালাম বাদী হয়ে ধুনট থানায় কয়েক জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ভাবে ব্যবস্থা নিবেন বলে জানা যায়।