বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
আজ ১৬ই জানুয়ারি ২০২৩ইং তারিখ দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা ধর্ম মন্ত্রণালয় কর্তৃক দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্রর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চূয়ালী সংযুক্ত থেকে দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বগুড়ার ধুনট উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানটি রবিবার দুপুরে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহঃ সভাপতি আব্দুল হাই খোকন, সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম শরিফ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামাণিক, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মীর আরিফ, মডেল মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কমপ্লেক্স ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।