বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে। ধুনট সরকারি ডিগ্ৰি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, গোশাইবাড়ী ডিগ্ৰি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, অধ্যক্ষ আব্দুল মজিদ, ফজলুল হক রনজু, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, শিক্ষক আব্দুর রোউফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পণ শেষে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
এবারের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু। তাই শিক্ষকদের প্রতি আমাদের আহ্বান শিক্ষার্থীদের আদর্শ ও মনুষ্যত্ব ভাবে গড়ে তুলবেন।