বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় ধুনট বাজাজ কমপ্লেক্স মিলনায়তনে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদস্য মোজাফফর রহমান, সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক শান্তি।
চৌকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই-খুদা জুয়েল, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মাসুদ রানা, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাসরিন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জেমস, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহজালাল, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজীউর রহমান, চৌকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি শাহিনুর রহমান সরকার, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিলন, উপজেলা কৃষক লীগের সাধারণ আসাদুজ্জামান নূর। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সিমা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।