বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থিয়েটারের উদ্যোগে ধুনট থিয়েটারের তিন যুগ পূর্তি বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধুনট থিয়েটারে তিন ব্যাপী নাট্য ও লোক সাংস্কৃতিক উৎসব- আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান-২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে। ধুনট থিয়েটারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সা়ংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে. এম. খালিদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, প্রধান আলোচক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হক , উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, থিয়েটারের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।