শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- রবিবার ২৬শে ফেব্রুয়ারি বিকেলে কালিয়া উপজেলার সালামাবাদ ইউপির দেবীপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ লোকমান হোসেন জানান- দেবীপুর এলাকার নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।