সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় জাল ভোট দেওয়ার সময় গ্রেফতার ২ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। রবিবার (৭ জানুয়ারি)’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার সময় রেজওয়ান শেখ নামের এক জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রেজওয়ান শেখ(২৫) খুলনা জেলার দিঘলিয়া থানার জুঙ্গুশিয়া গ্রামের আজবাহার শেখের ছেলে। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) গাজী নুর নবী আসামিকে আটক করে। পরে আমাতুল মোর্শেদা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচনী এলাকা নড়াইল-১ (কালিয়া উপজেলা) ধৃত আসামি রেজওয়ান শেখকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪ (৩) ধারা অনুযায়ী দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।