শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ১৩০টি মামলা করা হয়েছে।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- এছাড়া অভিযানকালে ১৮১টি যানবাহন আটক করা হয়েছে। মঙ্গলবার ২৮শে মার্চ দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন।
ট্রাফিক সূত্রে আরও জানা যায়- নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১১ থেকে ২৭শে মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭টি ও কাগজপত্রবিহীন ৩৮টি মোটরসাইকেল এবং অবৈধ ৭২টি যানবাহনসহ ৪টি ট্রাক আটক করা হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যতীত মোটরসাইকেল ড্রাইভিং, বেপোরোয়া গাড়ি চালানো এবং রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়িসহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com