শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে চুরি, মাদক, মারামারি, নারী ও শিশু নির্যাতন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ৬ই এপ্রিল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নয়ন শেখ(২৩)। সে সদর উপজেলার মহিষখোলা গ্রামের জনৈক সোনা মিয়া শেখের ছেলে। এছাড়া মামলা ও গ্রেফতারি পরোয়ানা মূলে সদর থানাধীন ভওয়াখালী গ্রামের প্রদীপ বিশ্বাস(৩০) ও কৌশুল্য বিশ্বাস, ভাদুলীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম(৪৫), রতডাঙ্গা গ্রামের ইবাদুল ইসলাম(২৩), নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া এলাকার ফুরকান শেখ(৩৪) এবং খুলনা জেলার তেরখাদা থানা এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস(২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।