শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মাদক মামলায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে উপজেলার নাওরা গ্রামের কাজী আফজাল হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫শে এপ্রিল দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আতিক সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।