শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে যশোর থেকে মালামালসহ পেশাদার ভ্রাম্যমাণ চোর আটক। নড়াইলে চুরির ঘটনায় জীবন শেখ(২৩) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সে নড়াইল সদর উপজেলার আলাদাতপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। তার নিজ বাড়ি নড়াইল সদরে হলেও স্থায়ীভাবে কোথাও বসবাস করেন না। আবাসিক হোটেলে ভাড়া থেকে বিভিন্ন দোকান টার্গেট করে চুরি করে সুযোগ সন্ধানী এই যুবক। ইতিমধ্যে নড়াইল সদর ও যশোর কোতোয়ালী থানায় তার নামে চুরি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে এপ্রিল বিকালে ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে। এ সময় ৪টি চোরাই মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত ১টি সিজার, ১টি কাটার ব্লেড, ১টি বৈদ্যুতিক টেস্টার ও ২টি স্ক্র ড্রাইভার জব্দ করা হয়।
নড়াইল জেলা (এসপি) পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ধরা পড়ে পেশাদার ও ভ্রাম্যমাণ এই চোর।