রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ১৩৬তম মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া আলোচনা সভা, দূর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের মাঝে অনুদানের টাকা হস্তান্তর ও বিগত শ্রমিক ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বেলা ১১ টায় নড়াইলের নতুন বাসটার্মিনাল ভবনে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জ্বেল সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক সাদেক আহমেদ খান, বিপ্লব হোসেন বিলো বিশ্বাস, মোঃ মশিয়ার হোসেন বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জালাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মকতুল হোসেন, সহঃ সম্পাদক মোঃ আজিম বেগ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির. কোষাধক্ষ্য মোঃ ফেরদৌস হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লিটু, দপ্তর সম্পাদক মোঃ ফোরকান মোল্যা, নির্বাহী সদস্য মোঃ ফয়েজ বেগ, মোঃ ইউনুস মোল্যাসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে যেসব শ্রমিক দূর্ঘটনায় নিহত হয়েছেন তাদের ৯টি পরিবারকে ৩৫ হাজার টাকা করে ৩ লক্ষ ১৫ হাজার টাকা হস্তান্তরর করা হয়। এবং গত নির্বাচনে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া। সবশেষে সকলের আত্বার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।