শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে তেলী পাড়া গ্রামে ১২টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল দুপুর দুই ঘটিকার সময় অসতর্কতা বশত চুলার আগুন থেকে ঘরের উপর উঠে যাওয়ায় আগুনে মোট বারোটি পরিবারের ঘর বাড়ি পুরে প্রায় কোটি টাকার ক্ষতি যায়।
পুড়ে যাওয়া বাড়ীগুলির মালিক আঃ রহমান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জাকিরুল ইসলাম, মফিজার রহমান, আঃ বারিক, কাজিরুল, আনজারুল জিয়া, সাইমুদ্দিন ও মিজানুর রহমান।
তাৎক্ষণিক খবর পেয়ে জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ পোড়া বাড়ি পরিদর্শন করেন এবং রাত ৮টার সময় জেলা জামায়াতের পক্ষে এ্যাডঃ আজিজুল ইসলাম প্রতি পরিবারেরকে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ৫ কেজি আলু, ১ কেজি চিনিসহ নগদ দুই হাজার করে টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল বাসার বসুনিয়া, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গোলাম রব্বানী সহ আরো অনেকে।
এ্যাডঃ আজিজুল ইসলাম এসময় বলেন আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদের পরীক্ষায় ফেলেছেন ধৈর্য ধরেন সফল হবেন।
পরিশেষে সবাইকে যাতে আল্লাহ হেফাজতে রাখেন মর্মে মোনাজের মাধ্যমে আল্লহর সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াত আমির আবুল বাসার বসুনিয়া।