রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের বাসিন্দা ভুমি অফিসের কর্মচারী আরিফসহ ৬ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।
গ্রেফতারকৃরা হলো- টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ফজলূল মিয়া(৩৫) ও একই ইউনিয়নের তরফমৌজা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আলতাফ হোসেন(৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়- রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে বাদল খন্দকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় চাঁদাবাজীর মামলা করে। মামলা নং ৪৮ মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলো- মদনখালি ইউনিয়নের জাফরপাড়া গ্রামের রুহুল আমিন রাজা মিয়ার ছেলে উজ্জল(৩২), একই গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে পীরগঞ্জ ভুমি অফিসের কর্মচারি আরিফুল ইসলাম ওরফে আরিফ(৩৮), টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের হাছেন আলীর ছেলে রাসেল মিয়া(৩৭) ও মদনখালী গ্রামের সুলতান মিয়া(৪২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ মাস ১০ দিন পুর্বে উজ্জল নিজের জমির বালু কাটার জন্য ভেকু ভাড়া করে নিয়ে যায়। নির্দিষ্ট দিন পার হলে ভেকুটি নিয়ে আসার পথে গত ২৯শে এপ্রিল টুকুরিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এরা সংঘবদ্ধ হয়ে ভেকুটি আটক দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করে।
অবস্থা বেগতিক দেখে ভেকু মালিক নতুন করে ভেকুটি ভাড়া নেয়া ব্যক্তির সহযোগিতায় পুলিশের স্মরনাপন্ন হলে পুলিশ ঘটনাস্থল থেকে ভেকুটি উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে।
ধৃতদ্বয় বর্তমানে জেল হাজতে রয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- অপর অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।