রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
ইনামুল খন্দকার- ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দিঘলিয়া পিকনিক কনারে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার নেতাকর্মীদের দুপুরের খাবার আয়োজন করা হয়।
এসময় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধুখালী উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান এর সভাপতিত্বে ও ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলীম মানিকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা উপজেলা যুবদলের আহব্বায়ক এস এম মুক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের আহব্বায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ইকবাল হোসেন ইকবাল। এছাড়া সেচ্ছাসেবক দল ছাত্রদল, শ্রমিক দল তাঁতী দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।