মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসন থেকে সাজ্জাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুলকপি প্রতীক নিয়ে লড়াই করবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সাজ্জাদ হোসেনের ফুলকপি প্রতীক বরাদ্দ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন নিজেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সারাদেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কুমিল্লা-৫ আসনে থেকে এবারের নির্বাচনে লড়বেন ৯ জন প্রার্থী।
প্রার্থীগণ হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এডভোকেট আবুল হাসেম খান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলহাজ্ব পীরজাদা মুফতি বাকীউল্লাহ, গণফোরামের এডভোকেট রাসেল, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আবু জাহের, স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ। কুমিল্লা- ৫ আসন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯১২ জন।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। তবে দলটির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।