সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপু জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই হাট মাইনোরিটিস রুরাল সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর শুভ উদ্বোধন ও উক্ত সংগঠন এর উদ্যোগে ২ শতাধিক গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার বারাই হাট মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে গরীব দুঃখি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি মিঃ লক্ষ্মীরাম টুডু লক্ষণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসি সমিতির সাবেক সভাপতি মিঃ সোলেমান মারান্ডী এবং জমিদাতা সদস্য বাবলু মুরমু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও ফুলবাড়ী মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সুভাস হেমরুন।
সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সংগঠনের মিঠুন মুরমু। এ সময় মাইনোরিটিস রুরাল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন মাইনোরিটিস রুরাল সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।