বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে ধুনট উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ধুনট হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকায়। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, সাবেক পৌর প্রশাসক আক্তার আলম সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাতেমুজ্জামান তালুকদার, আনিছুর রহমান বাদশা, আপেল মাহমুদ, মাহবুব হোসেন চপল ,আব্দুল মুনছুর ভিপি পাশা, আসীনুর ইসলাম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উছমান গুনি, ছাত্রনেতা সাইদুজ্জামান নোমান, রাকিব, জুয়েল, তমালসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।