বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ৫ই সেপ্টেম্বর দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শাখা ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পার্কের মোড় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুড়ালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি পোমেল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীমসহ অন্যান্য।
সভাপতি পোমেল বড়ুয়া তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অক্লান্ত পরিশ্রম করে সারাবিশ্বের সামনে বাংলাদেশকে রোল মডেলে পরিনত করতে যাচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানের প্রেতাত্বারা স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত বাংলাদেশ কে অধপতনে উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সর্বদা স্বোচ্চার থাকতে আহবান জানান।
তিনি আরও বলেন- বঙ্গবন্ধুকে হত্যা করে যারা মনে করছিল দেশের উন্নয়ন বন্ধ হবে তারা ভুল ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরে স্বাধীনতা বিরোধীদের কোন জায়গা হবে না বলে তিনি উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম বলেন- বিএনপি জামায়াতের চক্রান্ত এর বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে অগ্রসেনানী ভূমিকা রাখতে হবে। জামায়াত শিবির বিএনপির মদদপুষ্ট জঙ্গিরা মাথাচাড়া দিয়ে যাতে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।