রবিবার, ১১ মে ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
এন.সি জুয়েল-কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
ভারত সীমান্ত পার হয়ে আসা সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজাসহ সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে বুড়িচং থানা পুলিশ।
শনিবার(২৬শে আগস্ট-২৩ইং) ভোররাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, শনিবার ভোররাতের দিকে এ সময় ফকির বাজারের দিক থেকে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের কাছাকাছি এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজি অটোরিকশা থামিয়ে দৌঁড়ে পালিয়ে যান।
পরে সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ সিএনজি অটোরিকশাটিকে জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বুড়িচং থানায় পলাতক চালককে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।