মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে ১০ কেজি গাজা ও ৩০০ ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চরকালীবাড়ি ও দিঘারকান্দা বাইপাস এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে- বিকেল ছয়টার দিকে চরকালীবাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাকিল ওরফে সুজন(২০), মোঃ জাকির হোসেন(২১), মোঃ আনারুল ইসলাম ওরফে রানা(২০) এবং মোঃ জাহাঙ্গীর আলমকে(৩২) গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত ১০টার দিকে দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে ৩০০টি ইয়াবা বড়িসহ মো. শহিদুল ইসলামকে(৩৫) গ্রেপ্তার করা হয়।
এ দুটি ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক দু’টি মাদক মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।