রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল মানহানি মামলায় আট বছর পরে খালাস পেয়েছেন। গতকাল মঙ্গলবার রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী ওই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ইং সালের ১১ই ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘কাবিখার টাকা খাবি, খা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে ২০১৫ইং সালের ৩রা ফেব্রুয়ারী মামলাটি দায়ের করেন বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক। মামলায় স্বাক্ষী করা হয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুল ইসলামসহ দলীয় স্থানীয় ৭ নেতা-কর্মীকে। বাদীসহ চার জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, প্রথম আলোয় ওই প্রতিবেদন প্রকাশের কারণে মামলার বাদী, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ও মামলার স্বাক্ষী আনিছুল হকের সুনাম নষ্ট হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধির পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, রংপুর জজকোর্টের আইনজীরী সিরাজ আহম্মেদ, শিরিন আকতার ও তারিকুল ইসলাম। তাঁরা বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। মামলার রায়ে সন্তুষ্ট।
প্রথম আলো প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল বলেন- আদালতে ন্যায় বিচার পেয়েছি। সাড়ে ৮ বছর ধরে মানহানির মামলায় ঝুলে থাকাটা ছিল হয়রানিমূলক ও কষ্টদায়ক।