মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর পর কমিটি গঠনে নতুন চমক সৃষ্টি করে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।
চমক ও নতুনত্ব প্রত্যাশা করেছিলেন নেতা-কর্মীরা। কিন্তু এমন চমকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যেন প্রত্যাশার চেয়ে প্রাপ্তিই বেশি। সম্মেলন শেষে সভাপতি হিসেবে আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেনকে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার ২১শে জুলাই বিকেলে ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আড়েং ও মারুফা আক্তার পপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।