মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
তরমুজ কেজি দরে বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক পৃথক ৪টি মামলায় ওই ব্যবসায়ীদের ২ হাজার ৫‘শ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার ৭ই এপ্রিল দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন- মৌসুমী ফল তরমুজসহ অন্যান্য সব দ্রব্যমূল্যের দাম যেন বেশি না রাখা হয় সেজন্য ব্যবাসায়ীদের সতর্ক করা হয়েছে। কিন্তু তারা তা মানছে না। এজন্য অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, কেজি দরে তরমুজ বিক্রি করতে গত কয়েক দিন যাবত ব্যবসায়ীদের নিষেধ করে আসছে মসিক।