রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার ভূমি অফিসার ফরিদা সুলতানা,
উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বায়জীদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা ভেটেরিনারি ও প্রাণী সম্পদ অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কৃষি অফিসার উর্মি তাবাচ্ছুম, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
আলোচনা সভায় শহীদদের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দ। শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম শামসুদ্দিন ইসলাম তুহিন।