রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১৫/১/২০২৩ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ-খালাশপীর সড়কে ওই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে- উপজেলার মদনখালি ইউনিয়নের খালাশপীর মৌলভীপাড়া নামক স্থানে ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন সাজেদা বেগম(৫০) জানা যায় খালাসপীর থেকে মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে পীরগঞ্জ মুখে চালিয়ে যাচ্ছিলেন।
রামনাথপুর গ্রামের জব্বার হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা(২০) এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নিহত হন ওই গৃহবধূ। নিহতের নাম সাজেদা বেগম(৫০) তিনি মৌলভীপাড়ার আব্দুল গণি মিয়ার স্ত্রী।
এ সময় মোটরসাইকেল চালকও আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হলে অবস্থার অবনতি হলে কতর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকের কলেজে প্রেরণ করেন।
এ ব্যাপারে মদনখালী ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা বিধান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি।