রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদকর্মীগণের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ই ডিসেম্বর ২২ইং সকাল ১১ঃ৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ প্রোগ্রামের আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন।
তিনি বলেন- আগের কার্যক্রম যেভাবে চলে আসছে বর্তমানও সেভাবেই চলবে। এবং কার্যক্রম কিভাবে তরান্তিত করা যায় সেদিকে নজর দিবো। আপনাদেরকে সঙ্গে নিয়েই দ্বায়িত্বপ্রাপ্ত এই চেয়ারের কার্যক্রম সুশৃংখল ও সমৃদ্ধি লাভে পরিচালনা করার চেষ্টা করবো।
মতবিনিময় সভায় রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক মানিক মিয়া, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, রিপোর্টাস ইউনিটির সহঃ সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, যুগ্ম সম্পাদক রঞ্জিত দাস, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, রংপুর রিপোর্টর্স ক্লাবের নজরুল ইসলামসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন জেলা প্রশাসক হিসেবে গত ১লা ডিসেম্বর সাবেক জেলা প্রশাসক আসিব আহসান এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।