রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে বাংলাদশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ফোরআইআর এন্ড ইমারজিং টেকনোলজিস ফর রিয়ালাইজিং স্মার্ট বাংলাদশ এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ই ডিসেম্বর ২২ইং সকাল সাড়ে দশটার দিকে বাংলাদশ কম্পিউটার কাউন্সিল এর কনফারেন্স রুমে এ প্রোগ্রাম আয়োজন করে।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ হাসিবুর রশীদ বলেন, বর্তমান সময়ে আইসিটির কোন বিকল্প নাই।
বাংলাদশ সরকারের স্বপ্ন একচল্লিশ সালের মধ্যে দেশ আইসিটির মাধ্যমে ডিজিটাল দেশে পরিণত হবে। আমাদের দেশে আইসিটিতে দক্ষ জনসম্পদ তৈরী হবে। আমি উন্নত বিশ্বে দেখেছি ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানরা বাহিরে যায়।
সেখানে তোরা মাল ডেলিভারি দিয়ে রিসিভটা মোবাইলের মাধ্যমে অফিসে পাঠিয়ে দেয়। তাতে তাদের আসা-যাওয়ার সময়টা বেঁচে যায়। সেরকম ব্যবস্থা আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠানে আইসিটি প্রয়োগ করতে হবে। তাহলে দেশ দ্রুততম সময়ের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মেট্রো উপ পুলিশ কমিশনার মোঃ আবু বক্কর সিদ্দীক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (প্রশিক্ষণ ও উন্নয়ন) পরিচালক মোহাম্মদ এনামুল কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মলিহা খানমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্বোধন কর্মকর্তাবৃন্দ।