শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ লক্ষ্মীপুরে মাদরাসার ছাত্রকে হত্যা! রংপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রংপুরে পতিতাবৃত্তি ও মাদক ব্যবসায় ঝুঁকিতে গ্রামীণ শৃংঙ্খলা রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার উদ্বোধন কৃষি ব্যাংকে ভুয়া ‘জিয়া পরিষদ’ ঘিরে তোলপাড় কুমিল্লায় মাদক সহ র‌্যাবের হাতে গ্রেপ্তার-১ রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নড়াইলে সালমান হত্যা মামলা আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবার অনিয়মে পেশাজীবী পরিষদের মানববন্ধন পিরোজপুরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে রংপুরে গৃহবধূ নির্যাতনে গর্ভপাত- মামলা তুলে নেয়ার হুমকি কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ ফুলবাড়ীতে জমিজমার বিরোধ মারপিট আহত-১ ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১ নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ পুঠিয়ায় রাজশাহী পূর্ব জেলা মজলিসে সুরা অধিবেশন

রংপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সদস্য মো. রওশন জামিলের বিরুদ্ধে, আশ্রয়ন প্রকল্পে লাইব্রেরী নির্মাণের কাজে বাধা দেয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে আশ্রয়ন কেন্দ্রে শতাধিক বাসিন্দা ও এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এর আগে স্থানীয় রবিউল ইসলাম রবি নামে এক যুবক, রওশন জামিলের বিরুদ্ধে শল্লার বিলে লাইব্রেরী ও স্কুল নির্মাণে বাঁধা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করান বলে অভিযোগ করেন ভূক্তভোগী রওশন জামিল। তিনি দাবি করেন এমন কাজ আমি করতে পারিনা। রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন আ’লীগের দোসর। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫ আগস্টের আগে মীর রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দিয়েছিল। তিনিই এখন আ’লীগের দোসরদের সহযোগিতায় বিভিন্ন সময় আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

লাইব্ররী কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, মীর রবি রওশন জামিলের বিরুদ্ধে যে তথ্য ছাড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এখানে ঠিকাদারি করছি আমাদের নির্মাণ কাজে রওশন জামিল কোন বাঁধা দেননি। বরং তিনি লাইব্রেরী প্রতিষ্ঠার পেছনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, রবি আ’লীগের দোসর সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে স্থানীয়ভাবে জিইয়ে রাখার কাজ করছে। আমরা চাই এই আশ্রয়ন কেন্দ্রে একটা মানসম্মত লাইব্রেরী হউক কিন্তু আ’লীগের দোসররা এই লাইব্রেরীর কর্মকাণ্ড বন্ধের জন্য উঠেপড়ে লেগেছে, এখানে আওয়ামী লীগের কোন স্থান নেই। আমরা স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এই লাইব্রেরী প্রতিষ্ঠা করব। জামিল এবিষয়ে কোন বাঁধা সৃষ্টি করেনি করবেও না।

আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা বুলবুলি ও লাবনী বলেন, জামিলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা ষড়যন্ত্রমূলক। আমরা এখানে সবসময় থাকি। জামিল কোনদিন এসে কারো কাছে এক টাকা পয়সা চাওয়া কিংবা খারাপ আচরণ করেনি। বরং প্রকৃত ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে তিনি আমাদের জন্য সংগ্রাম করেছেন। ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, শল্লার বিলে পাঠাগার হচ্ছে এবিষয়ে আমি কিছুই জানিনা। আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা-তাও আমার জানা নেই।

এবিষয়ে জানতে চাইলে মীর রবি আমার দেশকে জানান, রওশন জামিল লাইব্রেরীর কাজ বন্ধ করে দিয়েছিল। বিষয়টি আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে জেনেছি। এছাড়াও রওশন জামিল স্থানীয়ভাবে অনেককেই বলেছে এখানে লাইব্রেরি হতে দিবেনা। আমি সাংবাদিক সমাজের কাছে অনুরোধ করবো জ্ঞান চর্চার এ যাত্রা যেন থেমে না যায়।

এব্যাপারে জানতে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজমুল হক সুমনকে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন বলেন, ঝামেলার কারনে প্রায় ১০ দিন কাজ বন্ধ ছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টি আমার জানা নেই। তবে গতকাল (১৪ মে বুধবার) থেকে লাইব্রেরীর কাজ পুনরায় চালু আছে। বর্তমানে কাজে কোন বাধা নেই। কাজ বন্ধের সু- নির্দিষ্ট কারণ ইউএনও স্যার ভালো বলতে পারবে।

মানববন্ধনে শল্লার বিল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছাড়াও অন্নদানগর ইউনিয়ন মংলা গ্রামের বাসিন্দারাও উপস্তিত ছিলেন মানববন্ধনে বক্তব্য দেন মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়াল সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com