রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শরিফা বেগম শিউলী- রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ
রংপুর স্নেহা নার্সিং কলেজ লিমিটেডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে শিরা বরণ,বেল্ট পরিবর্তন,শপথ বাক্য পাঠ ও পুরস্কার বিতরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় স্নেহা নার্সিং কলেজ হলরুমে রংপুর স্নেহা নার্সিং কলেজ লিমিটেডের উদ্যোগে শিরা বরণ, বেল্ট পরিবর্তন, শপথ বাক্য পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম এর সভাপতিত্বে প্রধান আলোচক হয়ে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিপন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অফ পায়রাবন্দের প্রসিডেন্ট নাফিসা সুলতানা, রংপুর সরকারি নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সূচিএা রানী দাস, জেসমিন আক্তার, মাহাবুব হোসেন, শিউলি আক্তার, প্রভাষক হুমায়ুন কবির, শিবুতোষ চন্দ্র রায়,প্রশাসনিক মানিক সাহা, চিফ ফাইন্যান্স শিমুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে আলোচনা সভা, শিরা বরণ, বেল্ট পরিবর্তন, শপথ বাক্য পাঠ ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।