শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-৫ নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধঅপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য (১৪ অক্টোবর) ২০২৩ইং তারিখ সময় রাত্রী-০২.৪০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গুইয়াবাড়ী গ্রামস্থ জনৈক মোঃ মিন্টুমিয়া(৪০), পিতা- মৃত মোকছেদ প্রামাণিক, সাং- গুইয়াবাড়ী, থানা- চারঘাট, জেলা- রাজশাহীর আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- ১/ মোঃ মিনহাজুল ওরফে কলিন্স(২৫), পিতা- মোঃ তজিমউদ্দিন, সাং- বাটিকামারী (পুঠিমারী), ২/ মোঃ মুকুল(৩০), পিতা- মৃতঃ মোকছেদ প্রামাণিক, সাং- গুইয়াবাড়ী, ৩/ মোঃ মোরছালিন(২৪), পিতা- মৃত সাহাবুদ্দিন, সাং- বাটিকামারী, সর্বথানা- চারঘাট, জেলা- রাজশাহী। আসামীদের নিকট হইতে ৫৫০ লিটার চোলাইমদ উদ্ধার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগন উক্ত চোলাইমদ সংক্রান্ত বিষয়ে জানায় যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে চোলাইমদ গুলো নিজেদের হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীগনকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ রাজশাহী কতৃক ৫৫০ লিটার চোলাই মদ উদ্ধার তথা ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১৪ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।