সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও তৎপর রয়েছে। আগামী নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র করছে তারা। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৮ই আগস্ট-২৩ইং) নীলফামারী জেলা শহরের শহিদ আলী হোসেন সড়কস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানকালে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান নূর আরও বলেন, মানুষ বিপদে পড়লে একমাত্র আওয়ামী লীগের কর্মীরাই পাশে দাড়াঁয় অন্যকোন দলের নেতা কর্মীদের চোখে পড়ে না। কারণ আওয়ামীলীগ মানুষের কল্যাণে রাজনীতি করে।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদের নারী ভাইস্ চেয়ারম্যান সান্তনা চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল থেকে ১৫ জনের মাঝে ২ লাখ ৮৫ হাজার এবং সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৬৩ জনের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয় অনুষ্ঠানে
প্রত্যেককে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়।