বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার তালুকদার বাজারে এক রাতে ৫ দোকানে চুরি। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ।
গ্রেফতারকৃত তারা হলো- কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের খোরশেদ আলম(৪০) ও বগুড়ার ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের শেউলিবাড়ি গ্রামের মিঠু(২৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকাসহ বেশ কিছু চুরি করা মালামাল।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- গত ১৪ই আগষ্ট গভীর রাতে ওই চোর চক্র ওই বাজারের ওমর ফারুকের ইলেকট্রিক্যাল, মোবাইল ও বিকাশের দোকান, বেল্লাল ও বাবুলের ২ টি মুদি দোকান, সোহেল রানার ষ্টুডিও দোকান ও ইউসুফ আলীর স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনা ঘটে।
এতে নগদ ৮৮ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬৮ হাজার টাকার বিভিন্ন ধরণের মালামাল চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে ওমর ফারুক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে। এ অভিযানে শুক্রবার রাতে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার ভোর রাতে ধুনটের উল্লেখ গ্রামে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল, ১টি ট্যাব, ৫টি টর্চ লাইট, ইলেকট্রিক্যাল বিভিন্ন যন্ত্রপাতি, ৫ লিটার ডিজেল ও নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে ওই বাজারে চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে এলাকা বাসী সূত্রে জানা যায়।