বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালন টঙ্গীতে মহান মে দিবসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তারাগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন রাণীশংকৈলে আমগাছের ডালে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন সম্পন্ন পুলিশের উপর হামলায় নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেপ্তার নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ইং অনুষ্ঠিত। রাণীশংকৈলে কুলিক নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যাক্তিকে কারাদন্ড জলঢাকায় ১কোটি ৪৩ লক্ষ টাকা ব্যায়ে পৌরসভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন দীপ আই কেয়ার ফাউন্ডেশনে শত টাকায় চক্ষু সেবা ২১ বছর পদার্পনে “সাপ্তাহিক চৌদ্দগ্রাম” পত্রিকা পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ সম্পন্ন রংপুরে নব্য বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘ ১৫ বছর পরে ইউপি নির্বাচন- প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২’র চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটার রিডার কর্তৃক গ্রাহককে মারপিট নড়াইল জেলা পুলিশে নতুন গাড়ি সংযোজন করলেন এসপি ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জনকে আটক

সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবীতে মানববন্ধন

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
শহরের ভিতরে ব্যস্ততম সড়কের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান থেকে মিনিবাস স্ট্যান্ড সরানোর দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুরবাসী। রবিবার ১৪ই মে সন্ধায় স্মৃতি অম্লান চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।

বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ম আ শামীম। সঞ্চালনায় ছিলেন, যুব মৈত্রীর নীলফামারী জেলা নেতা ওবায়দুর রহমান।

বক্তব্য বলেন- বাম গণতান্তিক জোটের সৈয়দপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন জাভিস্কো, ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার, জাসদ (ইনু) সৈয়দপুর উপজেলা সভাপতি আজিজুল হক ও কৃষক নেতা আবুল ফজল টুটুল প্রমুখ।

বক্তারা বলেন- শুধুমাত্র গুটিকয়েক ব্যক্তির হীনস্বার্থ চরিতার্থ করতে যেমন সৈয়দপুর হতে চিলাহাটি রুটে নতুন করে বাস সার্ভিস চালু করা হয়েছে। তেমনি সম্পূর্ণ অবিবেচকের মত স্মৃতি অম্লান চত্বরের মত এত গুরুত্বপূর্ণ জায়গায় বাস স্ট্যান্ড করা হয়েছে।

এইক্ষেত্রে জনগণ তথা সৈয়দপুরবাসীর সুবিধা অসুবিধার বিষয়টি সামান্যতম ভাবা হয়নি। ফলে এই বাসস্ট্যান্ডের কারণে জনভোগান্তি বেড়েছে।

তারা আরও বলেন- এখান থেকে পোস্ট অফিস মোড়, রেল ঘুমটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় হয়ে বাস শেরে বাংলা সড়ক দিয়ে পৌরসভার ৩টি জনবহুল ওয়ার্ডের প্রায় ৬টি মহল্লার পেরিয়ে ওয়াপদা মোড়ে গিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠবে। তারপর সৈয়দপুর-নীলফামারী সড়ক দিয়ে নীলফামারী, ডোমার হয়ে চিলাহাটি যাবে।

এই মোড়গুলো এবং শেরে বাংলা সড়কটি শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তা। তাছাড়া এই সড়কের সাথেই রয়েছে পোস্ট অফিস, আউটডোর হাসপাতাল, থানা, স্টেসন, এলএসডি গোডাউনসহ ঐতিহাসিক চিনি মসজিদ, বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান। সেকারণ সড়কটি এমনিতেই খুবই যানজটপূর্ণ।

তার উপর ভেঙে চুড়ে বেহাল। ফলে রিকশা, ভ্যান, মোটর সাইকেল, অটোর মত ছোট ছোট যানবাহন চলাচলেরই অনুপযোগী। এমতাবস্থায় এই ভঙ্গুর ও ব্যস্ততম সড়কে মিনিবাসের মত বড় যান প্রতি আধাঘণ্টা পর পর চলাচল করলে মহা সংকট সৃষ্টি হবে।

ইতোমধ্যে এপথে বাস যাওয়া আসায় মোড়গুলোসহ শেরেবাংলা সড়কে রেল ঘুমটি থেকে দক্ষিণে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট হয়ে তামান্না মোড় পর্যন্ত সবসময়ই যানজট লেগে থাকছে। উত্তরেও রেলস্টেশন পর্যন্ত একই অবস্থা। আর শহীদ ডাঃ জিকরুল হক সড়কেও রেলওয়ে কারখানাগামী অংশসহ জামে মসজিদের সামনের সবকটি মোড় ও সড়কেও যানজট বেড়েছে। যা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িযেছে।

এইকারণে সৈয়দপুরবাসীর স্বার্থ চিন্তা করে অনতিবিলম্বে অবৈধ এই স্ট্যান্ড সরিয়ে বাইপাস সড়কের যেকোনো স্থানে নেয়ার দাবী জানিয়েছেন বক্তারা। নতুবা সৈয়দপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের এহেন জনবিরোধী সিদ্ধান্তকে রহিতকরণে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

উল্লেখ্য, গত ৬ই মে নীলফামারী জেলা বাস মালিক সমিতি ও মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়ন যৌথ উদ্যোগে এইরুটে বাস সার্ভিস উদ্বোধন করে। এতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদ্য পদপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এবং নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

এর প্রেক্ষিতে শহরের অভ্যন্তরে এভাবে বাসস্ট্যান্ড করা ও পাড়ামহল্লার রাস্তা দিয়ে বাস চলাচল নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এমনকি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন এটি বন্ধে লিখিত আবেদন জানান জেলা প্রশাসককে।

কিন্তু তাতে কর্ণপাত না করে বাস স্ট্যান্ড ও চলাচল অব্যাহত রাখাসহ জনগণের দাবীকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে উদ্যোক্তারা। তাই এনিয়ে বেশ মিশ্র উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com