রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
সোমবার ১লা মে সকালে দিবসটি পালন উপলক্ষে তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিটি তারাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক , আলহাজ্ব শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম (সাজু) তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ ইসলাম , আমন্ত্রিত অতিথি শাহরিয়ার সুমন , হরলাল রায় প্রমূখ।