শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
সে অত্র উপজেলার দত্তপাড়া (বিল) গ্রামের সাত্তার শেখের ছেলে।
নড়াইল থেকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই মে দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ আসামিকে নড়াইল জেলা শিল্পকলার সামনে হতে গ্রেফতার করেন। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।