রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এপ্রিল ২০২২ইং ক্রাইম কনফারেন্স ১০ই মে দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী সভাপতিত্বে পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ পুরস্কার পেয়েছেন।
কুমিল্লা থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার ও ফেনী থেকে নারী শিশু মামলার আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্যে বিশেষ পুরস্কার পেয়েছেন নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা।
এছাড়াও বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ জেলা পুলিশের বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যগণ পুরস্কার পেয়েছেন।