রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
বিভিন্ন সময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল ও চোরাই সিন্ডিকেটের ২ চোরকে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- গতকাল রবিবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশে এসআই তোহাকুল ইসলাম, তোজাম্মেল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, রায়হান সরকার, জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে চোরাই ৩টি ডিসকভার ও ১টি প্লাটিনা মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করে।
এ সময় অজ্ঞাতনামা আরও ৫-৬ জন চোরের সদস্য মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
গ্রেফতাররা হলেন- দক্ষিণ দোহাজারী এলাকার গহির উদ্দিন (খুদি)’র ছেলে মোঃ হাসানুর আলী হাসান(২৫) ও দোহাজারীর কাফিরীয়াটারি গ্রামের হবিবর রহমানের ছেলে আরিফুল ইসলাম(২৩)।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন- আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।