");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_current{display:none}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-rb8sp3 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে।
রবিবার ১২ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। রাতভর গণনা শেষে আজ সোমবার ভোরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। জেলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এবারের নির্বাচনে মোট ৫ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৪৫ জন ভোট দেন।
প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায় বলেন- নির্বাচনে ঐক্য পরিষদ সভাপতিসহ ৯টি পদ পেয়েছে।
সাধারণ সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। ঘোষিত ফলাফলে সভাপতি পদে জয় লাভ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ঐক্য পরিষদ মনোনীত মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৬৮২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু।
তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২৮০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মোহাম্মদ হাসান আলী চৌধুরী ভোট পেয়েছেন ১ হাজার ৮২৪।
সিনিয়র সহঃ সভাপতি পদে সমন্বয় পরিষদের মোঃ সেকান্দর চৌধুরী, সহঃ সভাপতি সমন্বয়ের আব্দুল হক, সহঃ সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমন্বয়ের মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক পদে সমন্বয়ের মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের মোঃ ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্যের অলি আহমদ জয় লাভ করেন। এ ছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে সমন্বয় পরিষদ ও ৫টিতে ঐক্য পরিষদ জয় পেয়েছে।