রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার পথে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে কোহিনুর আলম(২৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাফিজুল মিয়া(১৯)।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার সন্ধ্যার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতরা সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকায় যাচ্ছিল।
তিনি আরো জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।