মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সারা দেশব্যাপী বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ। রবিবার (৩০শে জুলাই-২৩ইং) জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে আর তার এই সাফল্যে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সকলকে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এসময় সকল অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।