শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে ১৭ জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।
মানববন্ধন চলাকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সহঃ সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংবাদিক মোঃ সহিদ উল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহঃ সাধারণ সম্পাদক একুশে টিভির জেলা প্রতিনিধি হুমায়ূন কবীর রনি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির।
উপস্থাপনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবন। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারদাবী করে বলেন সাংবাদিকরা কারো শত্রু নয়, সাংবাদিকরা সত্যের অনুসন্ধানী।আর সত্য অনুসন্ধান করার সময় সন্ত্রাসী ও অপরাধীরা তাদের অপরাধ আড়াল করার অপচেষ্টায় সাংবাদিকদের ওপর হামলা চালায়।তারা এই হামলার তীব্র নিন্দা জানান।